Logo

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নাগরিক ঐক্যর মানববন্ধন

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নাগরিক ঐক্যর মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

দ্বীপজেলা ভোলাকে রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ঢাকাস্থ দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম। শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইউনাইটেড ভোলা সোসাইটি-ঢাকার আহ্বায়ক মিয়া মোস্তফা কামাল, অ্যাডভোকেট মো. ইউসুফ, লালমোহন নুরুল ইসলাম চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্বাস উদ্দিন, সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শ্রমিক সংগঠক নুর মোর্শেদ, সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা, শফিকুল আলম বাবুল, সৈয়দ সেলিম রেজা, মো. জাকির হোসেন, মো. মাকসুদুর রহমান, মো. আলাউদ্দিন, মো. আরিফ বিন ফাত্তাহ, মাশরুর বিন মোস্তফাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‘ভোলার মানুষ দীর্ঘদিন ধরে বরিশালের সঙ্গে সরাসরি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভোলার পরিবেশ ও নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।’

এস মেজবাহ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর