মিরসরাইয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুব সমাবেশ

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭
-679e0c173fcae.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মিরসরাই পৌর সদরের পাইলট স্কুল মাঠে শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সন্ত্রাস, চাঁদাবাজি, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের জনসমর্থন ছাড়া অংশগ্রহণ করা যাবে না। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসা-বাণিজ্য যারা ভাগাভাগি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তাদের কারণে জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করছে, তাদের জন্য শীঘ্রই খারাপ সময় আসবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’
মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে ও যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক এবং উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু এর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানরাজ আহমেদ তপু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, যুবদল নেতা ফিরোজ খান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নেয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে ফিরে এসে শেষ হয়।
সাফায়েত মেহেদী/এমআই