Logo

সারাদেশ

নারীর লাশ দাফনে যুবদল নেতার বাধা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯

নারীর লাশ দাফনে যুবদল নেতার বাধা

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে পারিবারিক কবরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা আহাদুল ইসলাম টিপু খানের (৪৮) বিরুদ্ধে। তার বাধার কারণে ২০ ঘণ্টা পর অন্যত্র ওই নারীর দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী রাশেদা বেগম (৬০) মারা যান। পরিবারের সদস্যরা তাকে পারিবারিক কবরস্থানে চাচা ও চাচির কবরের পাশে দাফনের প্রস্তুতি নিলে যুবদল নেতা টিপু খান লোকজন নিয়ে বাধা দেন।  

জমি সংক্রান্ত বিরোধের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। বাধার মুখে মৃত রাশেদা বেগমের স্বজনরা বাউফল থানায় অভিযোগ করলেও কোনো সমাধান পাননি। শেষ পর্যন্ত শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আবদুল মতলেব গাজীর জায়গায় তার দাফন সম্পন্ন করা হয়। 

মৃত রাশেদা বেগমের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) অভিযোগ করে বলেন, ‘আমরা পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চাচা-চাচির কবরের পাশে দাফন করতে চেয়েছিলাম, কিন্তু যুবদল নেতা টিপু খানের বাধার কারণে তা সম্ভব হয়নি।’  

তবে অভিযুক্ত আহাদুল ইসলাম টিপু খান দাবি করেন,  ‘যে জমিতে দাফনের কথা ছিল, সেটি নিয়ে আদালতে মামলা চলমান। আমি কোনো বাধা দেইনি, শুধু বলেছি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো কার্যক্রম না করতে।’ 

আরিফুল ইসলাম সাগর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর