বগুড়ায় ২ ভাইসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪
-679f434b021d1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের আপন দুই ভাইসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বগুড়ার সদর থানার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর থানার আবদুল্লাপুর মৃধাপাড়ার মৃত সামাদের ছেলে সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট থানার ডাংহাটার আব্দুর মালেকের ছেলে মমিনুর রহমান (৩৪), শিবগঞ্জ থানার দেবচন্ডির সাইফুল ইসলামের ছেলে মুকুল ইসলাম পটল (৪১), বগুড়ার আদমদিঘী থানার ছাতিয়া গ্রামের বাবলু শেখের দুই ছেলে রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু থানার আড়োলা গ্রামের রফিকুলের ছেলে আল-আমিন (১৯), সোনাতলা থানার শিহিপুর বটতলার শফিকুল ইসলামের ছেলে লাদেন (২২)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪০৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ২০০৬ আনা ওজনের স্বর্ণের চেইন, ৩০০৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৪৪০৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৫১০৬ আনা ওজনের স্বর্ণের ব্রেসলেট, দুটি স্বর্ণের আংটি ও ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাত ১টার দিকে সদর থানার এরুলিয়া এলাকার একটি বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং আরও অর্থের সন্ধান জানতে চায়।
তিনি আরও জানান, ভুক্তভোগী কামাল হোসেনের ছোট ভাই রিয়াজুল ইসলাম রেজাউল কৌশলে হাতের বাঁধন খুলে এক ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন অন্যান্য ডাকাতরা তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা হাতের বাঁধন খুলে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। ডাকাতরা ঘটনাস্থলে একটি লোহার পাইপ, ৩১টি কাপড়ের ব্যাগ ও এক জোড়া জুতা ফেলে রেখে যায়।
এ ঘটনায় কামাল হোসেন ১ ফেব্রুয়ারি সদর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০২, ধারা ৩৯৫/৩৯৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
জুয়েল হাসান/এমবি/এনআর/