Logo

সারাদেশ

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম, সদস্য সচিব আসাদ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম, সদস্য সচিব আসাদ

নাটোর জেলা বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করা হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ আহ্বায়ক কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল আজিজ রয়েছেন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে জিল্লুর রহমান চৌধুরি বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ রয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাসেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক ও রঞ্জিত কুমার সরকার রয়েছেন। এর আগে গত ২ জানুয়ারি রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখবে। দলকে সুসংগঠিত করতে নাটোর জেলা বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করে যাব। নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বত্র নিয়োজিত করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল আমিনুল হককে ও সদস্য সচিব রহিম নেওয়াজকে ঘোষণা করা হয়। আহ্বায়কের দায়িত্বে থাকা অবস্থায় আমিনুল হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল শহিদুল ইসলামকে বাচ্চু।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর