Logo

সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগ-পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬

গোপালগঞ্জে আ.লীগ-পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ দোকানি সাফায়েত গাজীকে গ্রেপ্তার করলে, তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত কর্মীরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পলাশ সিকদার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর