Logo

সারাদেশ

অভিমানে ছাড়েন বাড়ি, ফিরলেন ১৭ বছর পর!

Icon

মাহমুদা আক্তার

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯

অভিমানে ছাড়েন বাড়ি, ফিরলেন ১৭ বছর পর!

জুয়েল মিয়া

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে ফিরে এলেন জুয়েল মিয়া। মাত্র ২৭ বছর বয়সে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তারপর, একে একে ১৭ বছর পার হলেও খোঁজ মেলেনি তার।

পরিবার ধরে নিয়েছিল,তিনি হয়তো আর বেঁচে নেই। তবে, সব অন্ধকারের পর অবশেষে গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ফিরে আসেন তিনি, ফিরে পেলেন তার পরিবারের ভালোবাসা, ফিরে পেলেন নতুন জীবন।  

জুয়েল মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকার মৃত মোনাজ প্রামানিকের ছেলে। বর্তমানে তার বয়স ৪৪ বছর, পেশায় কাঠমিস্ত্রি। ১৭ বছর পর ফিরে এসে তার পরিবারের সঙ্গে খুশির এক নতুন অধ্যায় শুরু হয়েছে।  

প্রায় ১৮ বছর আগে তার স্ত্রীকে তালাক দেন জুয়েল মিয়া। বিবাহ বিচ্ছেদের পরের বছর বড়ভাই মোতাহারের সাথে বাগবিতণ্ডায় জড়ান।  একপর্যায়ে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে দুই সন্তান রেখে বাড়ি ছাড়েন তিনি। এরপর থেকে কোনো হদিস ছিল না তার। পরিবারের সদস্যরা তাকে মৃত বলে ধরে নিয়েছিলেন।  

জুয়েল জানিয়েছেন, তিনি এই দীর্ঘ ১৭ বছর গাজীপুরে ছিলেন। জীবনের এই সময়টাতে তিনি অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, তবে এখন তিনি ফিরে আসতে পেরে অনেক আনন্দিত। ‘এখন বাকি জীবন আমার ছেলে-মেয়েদের সাথে কাটাব,” বলেন তিনি।  

জুয়েলের বড় মেয়ে মুক্তি আক্তার তার বাবার ফিরে আসার পর আনন্দে আপ্লুত। তিনি বলেন, ‘আমরা এত বছর বাবা-মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত ছিলাম, এখন আমাদের বাবা আমাদের কাছে ফিরে এসেছেন। এই আনন্দ বর্ণনা করার মতো নয়।’  

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ এবং প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনও এই ঘটনায় অত্যন্ত খুশি। তারা বলেন, ‘জুয়েল মিয়া ফিরে আসায় তার পরিবার ও গ্রামের মানুষ আনন্দিত। আমরা তাকে পুরোপুরি সহযোগিতা করব, যাতে সে আবার তার পৈত্রিক বাড়িতে থাকতে পারে।’ 

এটিআর/ 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর