বিএনপি নেতার ওপর পদবঞ্চিতদের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪
-67a0949f053d0.jpg)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির এক নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপির নেতারা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে গত (৩০ জানুয়ারি) চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম না থাকায় পরেরদিন শুক্রবার ওই কমিটির সদস্য মো. রফিক মিয়া স্থানীয় কোদালিয়া বাজারে এলে তার ওপর আক্রমণ করে পদবঞ্চিত কয়েকজন নেতা। পরে আহত রফিক মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এরই প্রক্ষিতে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় কোদালিয়া বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। এ সময় বিএনপি নেতারা স্লোগান দেন, ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান। জিয়ার সৈনিক, এক হও এক হও। রফিকের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই।’
বক্তারা বলেন, ‘যারা রফিকের উপর হামলা করেছে প্রত্যেকেই তারা আওয়ামী লীগের লোক। এরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে বিগত বছরগুলো। গত ১৫ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলায় জেলার নেতাদের দৃষ্টিগোচর হয়েছে বলেই তারা কমিটিতে স্থান পায়নি। এরা আওয়ামী লীগের দালাল। এদের বিএনপিতে কোনো জায়গা হবে না।’
আবদুর রউফ ভুইয়া/এমজে