Logo
Logo

সারাদেশ

মহেশপুর সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৭

মহেশপুর সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে থেকে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহিদ। সোমবার বিকেলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, ‘বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা সীমান্তের দিকে যাবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশ সীমান্তের রায়পুর এলাকার ধানক্ষেতে অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তি হেঁটে সীমান্তের দিকে এলে বিজিবির টহল দেখে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মণ্ডল ও মো. দুলালকে আটক করে।’

তিনি জানান, ‘পরে আটকদের তল্লাশি করে ৪৬টি সোনার বার উদ্ধার করে। ওই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।’

বিজিবি কর্মকর্তা আরো জানান, `আটককৃতদের মহেশপুর থানায় পাঠানো হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার  ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।'

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর