লালমোহনে বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭
-67a2218586d17.jpg)
ভোলার লালমোহন উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করায় এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটরিংয়ের সময় লালমোহন মহাজন পট্টি এলাকায় মেসার্স সিকদার এন্টারপ্রাইজকে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এস মেজবাহ/এমবি