Logo
Logo

সারাদেশ

লাখ টাকায় চুক্তি, ভারতে পালানো সময় আ.লীগ নেতা আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯


যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।

বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে। 

বিজিবি জানায়, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে গাজীপুর মহানগরী আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

আরআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর