Logo

সারাদেশ

বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৫

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭

বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। 

মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছোট যমুনা নদীর ব্রিজের কাছে পৌঁছালে সাবেক মন্ত্রী ফিজারের মার্কেটের সামনে থেকে পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল এবং পৌর যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ আরও ২ কর্মী আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাহাদৎ আলী সাহাজুলের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনপির মিছিলে হামলার জন্য উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন। তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিলে সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই, তার মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু ও তাদের সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। শিবলি সাদিক এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল এবং সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিবুল বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

রহমত আল আকাশ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর