Logo

সারাদেশ

লটকন বাগানে মিলল ৬ বস্তা গাঁজা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

লটকন বাগানে মিলল ৬ বস্তা গাঁজা

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি এসএম কামরুজ্জামানের নির্দেশনায় গোয়েন্দা শাখার উপপরিদর্শক আব্দুল গাফ্ফারের নেতৃত্বে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানাধীন নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার মনির হোসেনের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি প্লাস্টিকের বস্তায় মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, ৯৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে কে বা কারা ওই স্থানে এত পরিমাণে গাঁজা কি কারণে রেখেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর