Logo

সারাদেশ

তাড়াশে বিএনপির বিক্ষোভ মিছিল

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২

তাড়াশে বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী ও সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারের নেতৃত্বে সকাল ১১ টায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা আমীন, রিপন তালুকদার, এরশাদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তাদের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশে ভোটের অধিকার ফিরে এনে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ফিরোজ আল আমিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর