Logo

সারাদেশ

স্বৈরাচারবিরোধী বিক্ষোভ বাগেরহাটে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

স্বৈরাচারবিরোধী বিক্ষোভ বাগেরহাটে

ছবি : বাংলাদেশের খবর

‘স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের অপতৎপরতা’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিঠাপুকুর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘স্বৈরাচারের ঠিকানা, এ বাংলায় হবেনা’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এ বাগেরহাটে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

আল ইমরান বক্তব্যে বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। পতিত সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন দেশে কোনো কর্মকাণ্ড চালাতে না পারে, সরকারের প্রতি সেই আহ্বান জানাই। আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করেছে। বাংলাদেশের কোথাও স্বৈরাচার আওয়ামী লীগ কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারবে না।

শেখ আল মামুন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিভিন্ন স্থান থেকে লিফলেট বিতরণ ও হরতাল করার ঘোষণা দিয়েছে। তাদের এসব সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। কারণ তারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। স্বৈরাচারীদের কোনো অপতৎপরতা চালাতে দেয়া হবে না।

তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগ যদি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তাদের গ্রেপ্তার না করা হয়, তবে ছাত্রদল থানায় ঘেরাও আন্দোলন করবে।

শেখ আবু তালেব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর