Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক ইউপি চেয়ারম্যান

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

আলফাডাঙ্গায় আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাঁচুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, এস এম মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, আমি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। এরপর থেকে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। ব্যবসায়িক কারণে সবসময় ঢাকাতেই ব্যস্ত থাকি। রাজনীতিতে সময় দিতে পারি না। এজন্য আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এইসকে/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর