Logo

সারাদেশ

ফেনীতে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

ফেনীতে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন স্থান থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে বাংলাদেশ সীমান্তের দেবপুর, যশপুর, মধুগ্রাম, চম্পক নগর ও পরশুরাম বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। 

ট্রাকচালক ফেনী শহরের বিসিক মোড় এলাকায় মফিজ কনস্ট্রাকশনের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাক থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, বিভিন্ন প্রকার আতশবাজি, ভারতীয় অরিস সিগারেট উদ্ধার করেন। এদিকে মধুগ্রাম এলাকা থেকে ৫টি ভারতীয় গরু রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯শ ৫ টাকা। মালামালগুলো ফেনীর কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, চোরাচালান বন্ধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর