Logo

সারাদেশ

অমৎস্যজীবীদের হাওর-বাঁওড় ইজারা দেওয়া যাবে না : মৎস্য উপদেষ্টা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩

অমৎস্যজীবীদের হাওর-বাঁওড় ইজারা দেওয়া যাবে না : মৎস্য উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখকার বলেছেন, হাওর-বাঁওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের কাছে বাঁওড়ের ইজারা দেওয়া যাবে না। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে প্রান্তিক খামারিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবী বাদে বাঁওড় ইজারা দেওয়া হচ্ছে। এটা খুবই অন্যায় বলে আমরা মনে করি। তিনি বলেন, আমরা এ ইজারার বিরুদ্ধে। তিন মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায় দ্রুত এর সমাধান হবে।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, ইজারার বিষয়টি নিয়ে এখন আমরা মন্ত্রণালয় পর্যন্ত কথা বলছি। আইনি বা জলমহালের নীতিগত কোনো কোনো বাঁধা রয়েছে কিনা এ বিষয়ে আমরা প্রথম আলোচনা করেছি। এসবে কিছু সংশোধন আনতে পারি কিনা সেটা আমি দেখবো। এটুকু কথা আমি আপনাদের দিচ্ছি।

শৈলকুপার স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এ খামারি সমাবেশের আয়োজন করেছেন শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদ। এতে তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে খামারি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। 

সমাবেশে বক্তব্য রাখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের গ্যাব্রিয়েল পিনেদাছ, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, তানজির আলম রবিন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের সদস্য সচিব ওসমান আলী প্রমুখ।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর