বরিশালে সেরনিয়াবাত-আমু ভবন গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০

বরিশালে উত্তাল ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যেই শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ি এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ( ৬ ফেব্রুয়ারি) বারোটার পর বুলডোজার দিয়ে এসব ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিন সন্ধ্যা থেকে উত্তেজিত ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন ঘিরে বিক্ষোভ শুরু করে এবং রাত ১২টা ৫০ মিনিটে বুলডোজারের মাধ্যমে ভবনের দেয়াল ভাঙার চেষ্টা করে।
সেনাবাহিনীর সদস্যরা প্রথমে বাধা দিলেও উত্তেজনা বাড়ার পর সেনাবাহিনী বুলডোজারের চাবি বিক্ষোভকারীদের হাতে তুলে দেয় এবং তারা ভবনটি গুঁড়িয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, সেরনিয়াবাত ভবনকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করা হত এবং সেখানে আওয়ামী লীগবিরোধী ব্যক্তিদের নির্যাতন করা হয়েছে। একাধিক হামলার পর, বিশেষত গত আগস্টের আগুন ধরানোর ঘটনার পর ভবনটি জনরোষের কেন্দ্রে পরিণত হয়।
এদিকে একই রাতে আমির হোসেন আমুর বাসভবনেও বিক্ষুব্ধ ছাত্র-জনতা আক্রমণ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর বুলডোজার দিয়ে ভবনটি ধ্বংস করা হয়। আমির হোসেন আমুর বাড়িটি বরিশালে ‘হোয়াইট হাউস’ নামে পরিচিত ছিল এবং এটি আগেও একাধিকবার হামলার শিকার হয়েছিল।
এ ঘটনার পর বরিশালে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আওয়ামী লীগ এই হামলাগুলোকে ষড়যন্ত্র ও নৈরাজ্য বলে অভিহিত করছে, অন্যদিকে বিরোধী দল এবং ছাত্র-জনতার দাবি, এটি ছিল গণঅভ্যুত্থান।
জেআই জুয়েল/এটিআর