চুয়াডাঙ্গায় মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

চুয়াডাঙ্গা প্রতিনিধ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬

চুয়াডাঙ্গায় শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনা এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার দিবাগত (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান, যেখানে শেখ মুজিবের প্রতিকৃতি ও স্থাপনায় হাতুড়ি, কুড়াল এবং লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর চালানো হয়।
এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের পৌরসভার মোড়ে গিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। সেখানে শেখ মুজিবের প্রতিকৃতিটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আওয়ামী লীগ নেতাদের ছবি ভাঙচুর করা হয়। এছাড়া সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়।
ভাঙচুরের সময় ছাত্র-জনতা ‘মুজিববাদ মুর্দাবাদ’ ও ‘আওয়ামী লীগের কবর দে’— ্ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব সাফফাতুল ইসলাম জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নির্মূল ও উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
ফেরদৌস ওয়াহিদ খান/এটিআর