Logo

সারাদেশ

সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার বক্তব্য শেয়ার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার বক্তব্য শেয়ার

মানিকগঞ্জের সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে স্টোরিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর ৩৫ মিনিট বক্তব্যটি আইডিতে থাকার পর ভিডিওটি ডিলিট করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১২টা ১৪ মিনিটে Singair Ps নামক থানার ফেসবুক আইডিতে ভিডিওটি স্টোরি আকারে শেয়ার করা হয়। এর পর ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি আইডি থেকে ডিলিট করা হয়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিও শেয়ারের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আইডিটি আমি আসার আগে খোলা হয়েছে, এডমিন কে কে আছে তাও আমি জানি না। ভিডিও ডিলিট করা হয়েছে। আমরা বিষয়টি দেখব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

আফ্রিদি আহাম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর