Logo

সারাদেশ

আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতাদের উপর হামলা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতাদের উপর হামলা

নরসিংদীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতাদের উপর হামলা, বিক্ষোভ মিছিল ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নরসিংদী আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকেই গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১০ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নরসিংদী আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের ১০ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নরসিংদী আদালত প্রাঙ্গণে সকাল থেকেই ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বেলা ১১টার দিকে আসামিদের আদালতে ঢুকানোর সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলা  করে। এসময় গ্রেপ্তার হওয়া কয়েকজন ছাত্রলীগ নেতার উপর মারধরের ঘটনা ঘটে। ওই সময় নিরাপত্তার স্বার্থে তাদেরকে দ্রুত গারদে ঢুকিয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণে। পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এসময় পুলিশের করা ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে ঢোকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং হামলার চেষ্টা করে। বিজ্ঞ আদালত আসামিদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন আদালতের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ।

সুমন রায়/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর