Logo

সারাদেশ

ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১

ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়

চাকরি জীবনের শেষ দিন প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে বিদায় জানিয়েছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারকে এভাবে বিদায় জানাতে দেখা যায়।

অবসরে যাওয়া প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামের বাসিন্দা। তিনি বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) ছিল বিদ্যালয়টিতে তার চাকরি জীবনের শেষ কর্মদিবস।


শেষ কর্মদিবসে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ, আয়োজন করা হয় আলোচনা সভার, দেওয়া হয় সম্মাননাও।

সবশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ওই ঘোড়ার টমটম গাড়িতে। ঘোড়ার টমটম গাড়ির সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীরা গিয়ে এগিয়ে দেন শিক্ষককে।

গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রদীপ কুমার সরকার।

বিদায়কালে প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’

রাহেবুল টিটুল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর