লক্ষ্মীপুরে ছাদ থেকে গুলি চালানো টিপুর সেই ভবনটিতে ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
-67a4c230cc357.jpg)
লক্ষ্মীপুরে যে ভবন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছিল, হাজার হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে ওই ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রথমে ছাত্র-জনতা ভবনটি ঘিরে ফেলেন। পরে মার্কেটের নিচতলার দোকানিদের মালামাল সরিয়ে নিয়ে ভবনের তিন তলার ছাদ বড় বড় হেমার দিয়ে ভাঙ্গন শুরু করেন। পরে সন্ধ্যার পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেন তারা।
গত বছরের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুরের বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ তার অনুসারীরা ওই ভবনের তিন তলার ছাদ থেকে গুলি চালায়। এতে চারজন আন্দোলনকারী নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন একাধিক আন্দোলনকারী।
মোস্তাফিজুর রহমান টিপু/বিএইচ