Logo

সারাদেশ

বন্ধুর বাড়ি বেড়াতে এসে মদপান, প্রাণ গেল দুজনের

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২

বন্ধুর বাড়ি বেড়াতে এসে মদপান, প্রাণ গেল দুজনের

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুর বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম।

নিহতরা হলেন, গফরগাঁও চরমছলন্দ এলাকার মৃত কিতাব আলির ছেলে কৃষক আব্দুল জলিল (৫২) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে ব্যবসায়ী মোজাম্মেল হক (৫৩)। 

নিহত আব্দুল জলিলের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে খালাতো ভাই মাসুদ ও তার বন্ধু মোজাম্মেলকে এগিয়ে আনতে বাড়ি থেকে গফরগাঁওয়ের উদ্দেশে রওনা হন জলিল। এরপর রাত ২টার দিকে এসে ঘুমিয়ে পরেন। মাসুদ ও মোজাম্মেল মাসুদের মামার বাড়ি মদি পাড়ায় চলে যান। সকালে কয়েকবার বমি করেন, এরপর সারাদিন বাড়িতে শুয়ে থাকেন জলিল। 

বুধবার রাতে ও সকালে বমি করার পর অনেক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ময়মনসিংহে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জলিলের স্ত্রী ফুলেনা জানান, জলিল আগে থেকেই টুকটাক মাদক সেবন করত। মাদক সেবন থেকে বিরত রাখতে অনেক চেষ্টা করেছেন তারা। ওইদিন রাতে মাসুদ ও মোজাম্মেলের সাথে কিছু খেয়ে এসেছিল বলে টের পেয়েছিলেন তিনি।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘মদপানে দুইজনে মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নাজমুস সাকিব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর