ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৬
-67a4f32f9ec11.jpg)
ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষ্যম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত এ স্মারক ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে ফেলে তারা।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. তারেক রেজার নেতৃত্বে এ ভাঙচুর চালায় সাধারণ ছাত্র ও জনতা। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের আরও দুটি ম্যুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করেছিল ছাত্ররা। কিন্তু কাঠামো মজবুত হওয়ায় তখন তা সম্ভব হয়নি। এরপর বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২-এর বাড়ি ভাঙচুরের খবরে ঝিনাইদহ পায়রা চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে আন্দোলনকারীরা জড়ো হয়। এরপর মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে দেয়। তারপর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের আরেকটি ম্যুরালে ভাঙচুর চালায়। এ ম্যুরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। পরে বৃহস্পতিবার বিকেলে তারা বুলডোজার নিয়ে এসে শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত মুজিবের স্মারক ভাস্কর্যটি পুরোপুরি ভেঙে ফেলে দেয়।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. তারেক রেজা বলেন, ‘ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য থাকতে পারে না এ নতুন বাংলাদেশে। যদি থাকে, তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। ফ্যাসিজম কায়েম এ দেশে আর হবে না। তাই এসব ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে।’
এম বুরহান উদ্দীন/বিএইচ