Logo

সারাদেশ

চট্টগ্রামে ২৪ হাজার পিস ইয়াবাসহ আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪

চট্টগ্রামে ২৪ হাজার পিস ইয়াবাসহ আটক

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা ও দুটি গাড়িসহ মো. আবছার কামাল (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আবছার কামাল কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত হাজী আবুল কাশেমের ছেলে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস চট্টগ্রাম কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় দুটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা গাড়িগুলোকে থামার সংকেত দেন। কিন্তু চালকরা সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একটি গাড়ি থেকে মো. আবছার কামালকে আটক করা হয়। 

অপর গাড়িটির চালক পটিয়ার পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দ করা দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটক মাদক পাচারকারী, জব্দকৃত গাড়ি, ইয়াবা ও টাকা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ইব্রাহীম মাহমুদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর