Logo

সারাদেশ

১০ বছর পর মেহেরপুরে ব্যবসায়ী সমিতির নির্বাচন

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬

১০ বছর পর মেহেরপুরে ব্যবসায়ী সমিতির নির্বাচন

দীর্ঘ দশ বছর পর মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৭০৬ জন।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জিয়ারুল ইসলাম ও প্রহরী বিষয়ক সম্পাদক পদে আজগর আলী সুমন নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে আহ্বায়ক কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দু’একটি ছোটখাটো সমস্যা ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মাহবুব হাসান চান্দু বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল। দীর্ঘদিন পর মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন ব্যবসায়ী সমিতির এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ভোট কেন্দ্রে ও ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জামান আকতার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর