তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি বিলাশ বহুল প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদক কারবারি জুয়েল বেপারী ভোলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ নামক এলাকা থেকে গাঁজাসহ জুয়েল বেপারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত বিলাশ বহুল একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে শুক্রবার দুপুরে ৮১ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, প্রাইভেটকার, এক হাজার ৬৮০ টাকাসহ জুয়েল বেপারীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফিরোজ আল আমিন/এমনি