সোনারগাঁয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) ও রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মা-ছেলে ও চালক ঘটনাস্থলেই মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সজীব হোসেন/এমবি