Logo

সারাদেশ

বাউফলে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

বাউফলে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। ট্রাক্টর উল্টে চালক মানিক রাঢ়ী (৪০) ও পুকুরের পানিতে ডুবে শিশু মো. রিফাতের (৩) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রাম ও আদাবাড়িয়া ইউনিয়নের আতোষখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চালক মানিক রাঢ়ী দাসপাড়া গ্রামের আলতাফ রাঢ়ীর ছেলে। আর শিশু মো. রিফাত গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কৃষক মানিক রাঢ়ী জমিতে বীজতলার কাজ করার সময় তার চালানো পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোষখালী গ্রামে নানা বাড়িতে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু রিফাতের মৃত্যু হয়। সকালে বাড়ির উঠানে খেলাধুলা করার পর তাকে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজ শুরু করেন। পরে সেখান থেকে উদ্ধার করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। রিফাত তার মায়ের ডিভোর্সের পর থেকে নানা বাড়িতে থাকছিল বলে জানা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর