কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মাহমুদুর রহমান মাসুম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মামলার প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রথম আহ্বায়ক।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি