শ্রীপুরে বনের ভেতরে মিলল বৃদ্ধের মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭
-678e6ab19d1f9-678f8a3a24073-679112c489c84-6794bf342d0fb-6797ac27f2d68-6798e1ea1141a-67a621a039415.jpg)
গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরে আম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বন খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলী (৫০) প্রহলাদপুর ইউনিয়নের বন খড়িয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
নিহতের ভাই আসাদুল জানান, শুক্রবার সকালে নাশতা না করেই বাড়ি থেকে বের হয়ে যান আব্দুল আলী। পরে বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের বনে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
প্রহলাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোতালেব জানান, নিহত আব্দুল আলী তার প্রতিবেশী ছিলেন। তিনি প্রতিবন্ধী হওয়ায় মাঝে মাঝে এখানে-সেখানে ঘুরে বেড়াতেন ও মানুষের কাছ থেকে সাহায্য নিতেন। তার মরদেহ গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
সোহেল/এমবি