Logo

সারাদেশ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার শিকার শিক্ষার্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার শিকার শিক্ষার্থীরা

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে প্রায় ২০-৩০ জনের একটি দল বাড়িটি ভাঙচুরের চেষ্টা করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী হামলার শিকার হন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও সংখ্যা জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


উল্লেখ্য, সম্প্রতি আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এ কারণে গত ২ ফেব্রুয়ারি তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। 

এ ঘটনার সঙ্গে ওই অভিযোগের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এমজে/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর