-67a6bac916d34.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এই ঐতিহাসিক জয়ে আনন্দে মেতে উঠেছে বরিশালবাসী।
শুক্রবারের ফাইনাল ঘিরে বরিশালের বিভিন্ন পাড়া-মহল্লা, বিনোদন কেন্দ্র ও চায়ের দোকানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। হাজারো দর্শক একসঙ্গে খেলা উপভোগ করেন, যা পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
ফরচুন বরিশালের জয়ের পরপরই রাস্তায় নামে সমর্থকরা। ভুভুজেলা, ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে তারা বিজয় মিছিল বের করেন। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র এবং পাড়া-মহল্লায় রাতভর চলে আনন্দ-উৎসব ও পিকনিক।
এদিন নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থানে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, ‘ফরচুন বরিশালের এই জয় আমাদের শহরকে নতুনভাবে পরিচিত করিয়েছে। আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।’
আরেক সহসভাপতি সাকিবুল হাসান রাসেল বলেন, ‘এ ম্যাচের উত্তেজনা উপভোগ করতেই বন্ধুদের সঙ্গে খেলা দেখেছি। বরিশালের জয় আমাদের গর্বিত করেছে। শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ ধারাবাহিকতা বজায় থাকুক। আনন্দ ছড়িয়ে পড়ুক।’
জেআই জুয়েল/এটিআর