Logo

সারাদেশ

মোজাম্মেল হকের বাড়িতে হামলা

গণপিটুনিতে আহত ২০,‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬

গণপিটুনিতে আহত ২০,‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ হামলা চালায়।

হামলার সময় স্থানীয়রা ‘ডাকাত পড়েছে’ সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দেন এবং আশপাশের লোকজন জড়ো হয়ে হামলাকারীদের প্রতিহত করেন। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা কয়েকজনকে আটক করে গণপিটুনি দেন। আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু ও বিশালের নাম জানা গেছে।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাত্র-জনতার পরিচয়ে কিছু ব্যক্তি সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। পরে স্থানীয়রা তাদের প্রতিহত করেন। এতে ১০/১২ জন আহত হয়েছে বলে শুনেছি। 

এ ঘটনার প্রতিবাদে রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনটির গাজীপুর শাখার নেতা মো. আবদুল্লাহ দাবি করেন, ‘আমরা খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে পেছন থেকে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ছাদে নিয়ে আমাদের কর্মীদের বেধড়ক পেটানো হয়।’

বিক্ষোভকারীরা আজ (শনিবার) ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দুপুর দেড়টায় গাজীপুর রাজবাড়ি মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর