Logo

সারাদেশ

শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬

শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া বিএনপির সভাপতি হাজী মো. হুময়ুন সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি পরিষদের পরিচালক রিয়াদুল ইসলাম ও জাহিদুল ইসলাম জাহিদ, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম বাদল মাতুব্বর প্রমুখ। 

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ‘দেশের তরুণ যুবসমাজকে খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করতে হবে, কারণ এটি মাদক থেকে মুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়ন সম্ভব।’

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। প্রথমদিনের খেলায় ফতেপুর জুনিয়র ফাইটার্স চাচা-ভাতিজা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

জাকারিয়া জাহিদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর