Logo

সারাদেশ

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটুয়াখালী বাউফলে ষোল বছরের বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হোসেন হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভুক্তভোগীর শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। 

ওই কিশোরীর মা বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে বেলা ১১টার দিকে বাসায় মোবাইলে নাটক দেখছিলেন। ওই সময় আমি বাড়ির কাজে ব্যাস্ত ছিলাম। আমার ছোট ছেলে এসে আমাকে জানায় হোসেন আমার মেয়েকে ডেকে নিয়ে গেছে। পরবর্তীতে আমি মেয়েকে খুঁজতে খুঁজতে ঘরের উত্তর পাশে নির্জন একটি পুকুর পাড়ে হোসেনের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। তখন হোসেন আমাকে দেখে পালিয়ে যায়। এ বিষয়ে হোসেনকে জিজ্ঞেস করলে আমার ওপরে হামলা চালায়।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ‘ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার হিস্ট্রি শোনার পরে, তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা মৌখিক অভিযোগে হোসেন হাওলাদারকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর