ফেনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত ৩টায় ভূজপুর থানাধীন হেয়াকো বাজার থেকে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর খোঁয়াজ গ্রামের এনামুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টায় ভূজপুর থানাধীন হেয়াকো বাজার থেকে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি এসজিআর ৯/১৯ মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজা ও ওয়ারেন্টভুক্ত হওয়ায় জামাল উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন্দ বাংলাদেশের খবরকে জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার তাসলিম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ভূজপুর থানার হেয়াকো বাজার থেকে দীর্ঘ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়।
এমরান পাটোয়ারী/এমবি