Logo

সারাদেশ

ভাঙ্গায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

ভাঙ্গায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হামিরদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য মো. আলমগীর মোল্যা (৪৫)। তিনি হামিরদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।

স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য বাবর আলী মুসুল্লির সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আলমগীর মোল্যার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সকালে বাবর আলীর লোকজন আলমগীর মোল্যার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র—ঢাল, সরকি ও রামদা নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোসলেউদ্দিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর