ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা স্থানান্তর না করার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে কুষ্টিয়া থেকে যশোর ও খুলনার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতামত উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের স্বার্থান্বেষী কিছু রাজনৈতিক ব্যক্তি থানাটি সরিয়ে ১৫ কিলোমিটার দূরে ঝাউদিয়ায় নেওয়ার চেষ্টা করছে।
২০২২ সালের ২৭ নভেম্বর নিকার কমিটির সভায় ঝাউদিয়ায় ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতামত না নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পাস সুরক্ষিত রাখতে ইবি থানাকে পূর্বের অবস্থানে বহাল রাখতে হবে।
আরিফ/এমবি