Logo

সারাদেশ

বই বিক্রির টাকা যাবে সুবিধাবঞ্চিতদের ইদ উদযাপনে

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বরগুনা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮

বই বিক্রির টাকা যাবে সুবিধাবঞ্চিতদের ইদ উদযাপনে

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে বরগুনা বন্ধুসভার সভাপতি ও গণমাধ্যমকর্মী খান নাঈমের প্রথম উপন্যাস ‘প্রিয় ঝড়’।

রেয়ার পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটি মেলায় ৮০ ও ৮১ নম্বর স্টলে এবং চট্টগ্রাম বইমেলার ১৩১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। লেখক জানিয়েছেন, বইটির বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত মানুষের ইদ উদযাপনের জন্য ব্যয় করা হবে।

এ বিষয়ে খান নাঈম বলেন, ইদ এলেই এসব মানুষের জন্য মন কাঁদে। কিন্তু সাধ্যের সীমাবদ্ধতার কারণে সেভাবে পাশে দাঁড়ানো সম্ভব হয় না। তাই প্রথম বইটিকে স্মরণীয় করে রাখতে এবং সুবিধাবঞ্চিতদের সহায়তা করতেই এ উদ্যোগ।

নিজের প্রথম উপন্যাস সম্পর্কে খান নাঈম বলেন, ‘প্রিয় ঝড়’ হচ্ছে হারানোর বিষণ্নতা, বন্ধুত্বের ভাঙন এবং জীবনের শূন্যতা পেরিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প। প্রতিটি প্রলয়ঙ্কারী ঝড়ের পরেই আসে এক শান্তির ঝড়— সেটাই আমাদের ‘প্রিয় ঝড়’। সবার জীবনেই বয়ে যাক প্রিয় ঝড়।

বরগুনায় জন্ম নেওয়া খান নাঈম একাধারে তরুণ লেখক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠক, মুক্ত চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা। ২০১৬ সালে তিনি বন্ধুদের নিয়ে ‘দুর্বার’ নামে একটি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এক মিনিটের শর্টফিল্ম প্রতিযোগিতায় জয়ী হন। ২০১৮ সালে ‘আলোড়ন শর্টফিল্ম প্রতিযোগিতায়’ সেরা পরিচালক পুরস্কার পান।

নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার মধ্য দিয়ে তার লেখালেখির শুরু। তার রচিত থিয়েটার কোরিওগ্রাফি ‘মাতৃভাষা থেকে মাতৃভূমি’ সাংস্কৃতিক মহলে প্রশংসিত হয়। বর্তমানে তিনি বাংলাদেশের খবরের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খান নাঈম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর