Logo

সারাদেশ

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী গ্রীনলাইন বাসের ধাক্কায় হাসানুল ইসলাম জিসাত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসাত বান্দরবানের আলীকদম উপজেলার পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কক্সবাজারগামী গ্রীনলাইন বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর