Logo

সারাদেশ

এনআইডির ভুলে ভাতা পাচ্ছেন না বৃদ্ধ কলিম ঢালি

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

এনআইডির ভুলে ভাতা পাচ্ছেন না বৃদ্ধ কলিম ঢালি

খুলনার কয়রা উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা ৭৭ বছর বয়সী কলিম ঢালি। তার জীবনযাপন করছেন অত্যন্ত মানবেতর অবস্থায়।

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল তথ্য থাকার কারণে তিনি বয়স্ক ভাতার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এনআইডি অনুযায়ী তার বয়স মাত্র ৪১ বছর, যদিও বাস্তবে তার বড় ছেলের বয়স ৫০ বছর।  

কলিম ঢালীর বলেন, ‘তার এনআইডিতে জন্ম তারিখ হিসেবে ২ মে ১৯৮৪ সাল উল্লেখ করা হয়েছে, যা প্রকৃতপক্ষে তার ছেলের জন্মের নয় বছর পরে। তার পিতাও অনেক বছর আগে মারা গেছেন, আর প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে তার সন্তানরা কেউই তাকে সাহায্য করে না। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মিলে দিনমজুরের কাজ করে কোনোরকমে জীবন চালিয়ে যাচ্ছেন।  

স্থানীয় নির্বাচন অফিসে এনআইডি সংশোধনের জন্য বারবার আবেদন করেও কোনো সমাধান পাননি। বর্তমানে বিষয়টি খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।  

কলিম ঢালি তার জীবনের এই কষ্টের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আর কষ্ট সহ্য করতে পারছি না। শরীর আর কাজ করে না, ওষুধ কেনার টাকাও নেই। স্ত্রী একা যা আয় করে, তাতে সংসার চলে না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। 

এ বিষয়ে কয়রার সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্লাহ দুঃখপ্রকাশ করে বলেন, ‘আমি নতুন এসেছি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’  

তরিকুল ইসলাম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর