Logo

সারাদেশ

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, হেলাল উদ্দিনের স্ত্রী হাফিজা খাতুন (৪২) ও তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার চরঘাগড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মাসুম (৩৬)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৮ জুন মুক্তাগাছা উপজেলার ভাবকী এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে গলায় কুপিয়ে হত্যা করা হয়। হাফিজা খাতুন তার স্বামীকে হত্যার জন্য তার পরকীয়া প্রেমিক আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা। এরপর রাত ৩ টার দিকে মাসুম ও তার সহযোগী আরমান বাড়িতে গিয়ে গলায় কুপিয়ে হত্যা করে হেলালকে। পরে এ ঘটনাকে হাফিজা ডাকাতির নাটক সাজান। 

এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদি হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, তার পরকীয়া প্রেমিক আবদুল্লাহ আল মাসুম এবং মো. আরমান নামে তিনজনের নামে আদালতে চার্জশিট দেয়। আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য চলাকালে চার্জশিটভুক্ত অপর আসামি মো. আরমান মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। পলাতক থাকায় মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন, সাজেদুর রহমান এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি মো. শামীম উল আজম খান।

নাজমুস সাকিব/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর