Logo

সারাদেশ

ফেনীতে ইফার হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

ফেনীতে ইফার হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ

ফেনীর পরশুরামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানী। 

মডেল তত্বাবধায়ক ইকরামুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সলিয়া ফাতেমাতুজ্জোহরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর মোল্লা, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান ও সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন।

প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের ৯ জন বিজয়ীর হাতে সনদপত্র তুলে দেন। 

উল্লেখ্য যে, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরশুরাম উপজেলায়ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএপি/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর