মেহেরপুরে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮

ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী উপজেলায় বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে বেসরকারি কলেজ শিক্ষক সমিতি।
‘হাতে হাত, কাঁধে কাঁধ, একসাথে চলবো পথ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠানের আগে তারা এ বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেন।
উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলমের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলম, সাধারণ সম্পাদক এসএম সায়েম, নির্বাহী সদস্য মো. আবুল কালাম আজাদ সপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি কলেজ শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন, বেসরকারি কলেজ শিক্ষকরাও একই নিয়ম অনুসরণ করে কলেজ পরিচালনা করেন। তবুও কেন আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে? তারা আরও বলেন, তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
আকতারুজ্জামান/এমবি