Logo

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১

নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর গজারি জঙ্গলে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বেলতলী-জোড়পুকুর আঞ্চলিক সড়কের গজারি বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।  

নিহত অটোরিকশা চালকের নাম ফালান মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি।  

ফালানের স্বজনরা জানান, রোববার সকালে ফালান যথারীতি তার অটোরিকশা নিয়ে বের হন, তবে রাতে বাড়ি না ফিরলে তার স্ত্রী রিনা আক্তার সোমবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

স্থানীয়রা জানান, একজন ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান এবং তিনি স্থানীয়দের জানালে পুলিশ এসে উদ্ধার করে। ফালানের শরীরে রক্তাক্ত জখম ছিল।  

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘এটি একটি রহস্যজনক ঘটনা। পরিবারের দাবি, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’  

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর