Logo

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, ২ যুবকের কারাদণ্ড

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭

অবৈধভাবে বালু উত্তোলন, ২ যুবকের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসানের সহযোগিতায় কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ চাকসার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

অভিযানকালে দুই যুবক গনি শাহ ও মামুন মিয়াকে আটক করা হয়। তারা নোয়াগাও ইউনিয়নের কচনী বুড্ডা গ্রামের নাসির উদ্দীনের ছেলে গনি শাহ এবং একই এলাকার মাহাতাব মিয়ার ছেলে মামুন মিয়া।  

ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাতেই তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

মো. রিমন খান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর