Logo

সারাদেশ

‘হা হা’ রিয়েক্ট দেওয়ায় ২ যুবককে কুপিয়ে আহত

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০

‘হা হা’ রিয়েক্ট দেওয়ায় ২ যুবককে কুপিয়ে আহত

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাড়িয়ারমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোহান (২২) দাড়িয়ারমাঠ গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে এবং রাকিব (১৮) একই গ্রামের ইমরান মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের শামীম নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে দাড়িয়ারমাঠ গ্রামের যুবক সোহান ‘হা হা’ রিয়েক্ট দেন। এ নিয়ে মেসেঞ্জারে শামীমের সঙ্গে সোহানের বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে শামীমসহ বালিয়াচড়া গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে দাড়িয়ারমাঠ গ্রামের সোহান ও তার কয়েকজন বন্ধুর সংঘর্ষ হয়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সোহান ও রাকিব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোসলেউদ্দিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর